ফেনী প্রতিনিধি
সেনাবাহিনী নিয়ে বিএনপি উল্লাসিত হচ্ছে। সেনাবাহিনী কোনো দলের বা জোটের নয়, তারা নিরপেক্ষ থাকবে। তারা কোনো পক্ষে যাবেনা। তাদেরকে বিতর্কিত করবেন না। নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে সেনাবাহিনী মাঠে থাকবে। আমাদের আপদকালীন সময়ে সেনাবাহিনী ভুমিকা রেখেছে। সোমবার দুপুরে ফেনীর দাগনভূঞায় মহাজোটের প্রার্থী লে. জে (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর সমর্থনে সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন।
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ইসিকে বিতর্কিত করেছেন, বিচার বিভাগকে বিতর্কিত করেছেন, রিটার্নিং কমকর্তাদের বিতর্কিত করেছেন। আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের দেশের সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীকে নিয়ে মন্তব্য করবেন না।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি কথার লোক তারা কাজ করেনা। তারা কলা দেখাইছে, মুলা ঝুলাইছে বাঙ্গালীকে হাইকোর্ট দেখাইছে। কোনো কাজ করেনি। আগামীতে ক্ষমতায় এলে আমরা ঘরে ঘরে গ্যাস দিবো। ৩০ তারিখ ফজর নামাজ মসজিদে পড়বেন। যাতে কোনো অশুভ শক্তি প্রভাব বিস্তার করতে না পারে।
দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি মাস্টার কামাল উদ্দিনের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন, ফেনী-৩ আসনের মহাজোটের প্রার্থী লে. জে (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, সংরক্ষিত মহিলা আসনের এমপি জাহানারা বেগম সুরমা, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতনসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মী।
Leave a reply