কাতালুনিয়া স্পেনের অংশ, এটি এ দেশের সাথেই থাকবে এমন ঘোষণা স্প্যানিশ রাজা ষষ্ঠ ফিলিপের। শুক্রবার দেশটির সম্মানজনক প্রিন্সেস অব অস্টিরিয়াস পুরস্কার প্রদান অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।
কাতালুনিয়া সংকট নিয়ে এ নিয়ে দ্বিতীয়বারের মতো মুখ খুললেন রাজা ষষ্ঠ ফিলিপ। স্প্যানিশ রাজা জানান, দেশের অখণ্ডতা ভাঙ্গার যে চেষ্টা চলছে তা আইনগত গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমেই সমাধান করা হবে। ৩৯ বছর ধরে যে সংবিধান চালু আছে দেশে তার অনুসারেই পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
এদিকে আজই কাতালুনিয়া’র ওপর কেন্দ্রীয় শাসন আরোপ আর স্বায়ত্ত্বশাসন থাকছে কিনা- এই ইস্যুতে জরুরি বৈঠকে বসবেন রাজয় প্রশাসন। তবে মাদ্রিদ প্রশাসনের যেকোন পদক্ষেপ মোকাবেলায় কাতালানরা প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছে কাতালান সরকার।
Leave a reply