ড. কামালকে পুলিশি নিরাপত্তা দেয়ার প্রস্তাব

|

ঐক্যফ্রন্টের আহ্বায়ক, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে গিয়েছিলেন পুলিশের কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তা। ড. কামাল হোসেনের নিরাপত্তায় তার সঙ্গে সার্বক্ষণিক পুলিশ ফোর্স দেয়ার প্রস্তাব করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। আজ দুপুরে ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে সৌজন্য সাক্ষাতে এ প্রস্তাব দেন মতিঝিলের ডিসি আনোয়ার হোসেন।

তবে ড. কামালের সাথে দেখা হয়নি পুলিশ কর্মকর্তাদের। এ বিষয়ে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু বলেছেন, ড. কামালের বাড়তি নিরাপত্তা লাগবে কিনা সে ব্যাপারে জানতে এসেছিলেন পুলিশ কর্মকর্তারা। এ মুহুর্তে কোন নিরাপত্তার প্রয়োজন নেই; তবে পুলিশ চাইলে নিরাপত্তা দিতে পারে বলে, ড. কামাল হোসেন ফোনে পুলিশ কর্মকর্তাদের অবহিত করেন।

সাক্ষাৎ শেষে আনোয়ার হোসেন বলেন, আমরা ড. কামাল হোসেনের সঙ্গে রুটিন ডিউটি হিসেবে সৌজন্য সাক্ষাৎ করেছি। তার নিরাপত্তার কথা বিবেচনা করে তার সঙ্গে পুলিশ ফোর্স রাখার প্রস্তাব দিয়েছি।

সৌজন্য সাক্ষাতে আনোয়ার হোসেন ছাড়াও ডিসি কামরুজ্জামান, এডিসি শিবলি নোমানসহ পুলিশের ১৫ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply