নির্বাচনকে কেন্দ্র করে কোন ধরণের সহিংসতার দুঃসাহস দেখালে; দ্রুত সেসব মোকাবেলায় প্রস্তুত র্যাব। সকালে, মিডিয়া সেন্টারের এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন র্যাবের মহা-পরিচালক, বেনজির আহমেদ।
তিনি জানান, ভোটের মাঠে ১০ হাজার র্যাব সদস্য নিয়োজিত থাকবেন। নিরাপত্তার জন্য দেশজুড়ে ৫৭টি বিশেষ ক্যাম্প স্থাপন করা হয়েছে। তার দাবি, নির্বাচনকে প্রভাবিত করতে কালো টাকার ব্যবহার বন্ধে নজরদারি করছে র্যাব। কেউ গোপনে ভোটারদের মধ্যে সেসব বিতরণের চেষ্টা করলে, র্যাবকে জানানোর অনুরোধ জানান বেনজির আহমদ। তার অভিযোগ, নির্বাচনে সাইবার ওয়ার্ল্ডে একটি স্বার্থান্বেষী মহল ফায়দা লুটার চেষ্টা করছে। তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব, মিথ্যা তথ্যের প্রচার নিয়ন্ত্রণে ‘সাইবার নিউজ ভেরিফিকেশন সেন্টার’ চালু করা হয়েছে।
Leave a reply