নির্বাচনে সংঘাতমুক্ত পরিবেশ নিশ্চিত করতে জাতিসংঘের আহ্বান

|

৩০ ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া একাদশতম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশে একটি সংঘাতমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এবং নির্বাচনের আগে ও পরে যে কোন ধরনের হুমকি ও বলপ্রয়োগ বন্ধ করতে বলা হয়েছে জাতিসংঘের মহাসচিবের পক্ষ থেকে।

জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকে তার মুখপাত্র স্ট্যাফেন ডুজারিক এক বিবৃতিতে এসব কথা বলেন।

বিবৃতিতে বলা হয়, সকলের অংশগ্রহণে একটি বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত করার জন্য বাংলাদেশকে উপরোক্ত শর্তগুলো পূরণ করতে হবে।
একই সাথে মহিলা ও সংখ্যালঘুসহ সকল বাংলাদেশী নাগরিক যাতে নিরাপদে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যে সাধারণ জনগণ ও নির্বাচন পর্যবেক্ষকদের যথাযথ ভূমিকা পালন করতে হবে।

বিবৃতিতে একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশের পক্ষে জাতিসংঘ মহাসচিবের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply