‘যুক্তরাজ্য বাংলাদেশে একটি উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করে, যদিও কিছু কিছু স্থানে সংঘর্ষ এই পরিবেশ নষ্ট করছে।’ আজ বৃহস্পতিবার দুপুরে সিলেটে আওয়ামী লীগের প্রার্থী এ কে আবদুল মোমেনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বৃটিশ হাইকমিশনার এলিসন ব্লেইক।
ভোটের সার্বিক পরিবেশ পর্যবেক্ষন করতে দুপুরে সিলেটে যান বৃটিশ হাইকমিশনার এলিসন ব্লেইক। বিমানবন্দরে থেকে সরাসরি সিলেট ১ আসনের আওয়ামী লীগের প্রার্থী ড. একে আবদুল মোমেনর বাসায় যান তিনি। সেখানে আধাঘন্টা বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন। এসময় তিনি বলেন সিলেটের সাথে যুক্তরাজ্যের নিবিড় সম্পর্ক রয়েছে। তাই তিনি সিলেটর নর্বাচনের পরিবেশ পর্যবেক্ষন করতে এখানে এসেছেন।
এরপর তিনি বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মোক্তাদীরের বাসায় যান এবং সেখানেও তিনি দীর্ঘক্ষন বৈঠক করেন। এলিসন ব্লেইক জানান, তিনি বিভিন্ন প্রার্থীদের সাথে কথা বলে নির্বাচনের নানা খোজখবর নিচ্ছেন।
Leave a reply