মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে সেনাবাহিনী ঝটিকা অভিযান ও তল্লাশি শুরু করেছে। আজ শুক্রবার বিকেলে সেনা সদস্যরা মাদারীপুর-১ আসনে পৌরসভা মোড়ের স্বাধীনতা চত্ত্বর সড়কে অভিযান চালায়। সেনা সদস্যরা এসময় বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়।
কর্তব্যরত সেনাবাহিনী ক্যাপ্টেন আদনান বলেন, নির্বাচন উপলক্ষে ঝটিকা অভিযান অব্যাহত থাকবে। তবে কোথায় কোথায় এই অভিযান চলবে তা অভিযানের স্বার্থেই বলা হচ্ছে না।
গত ২৪ ডিসেম্বর থেকে নির্বাচন কমিশনের অধীনে সারাদেশে নির্বাচনী পরিবেশ স্থিতিশীল রাখতে সেনাবাহিনী নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সারাদেশে টহল ও নজরদারি করতে থাকে।
Leave a reply