রাজনীতির ময়দানে নামছেন অ্যাঞ্জেলিনা জোলি!

|

রাজনীতিতে আসতে পারেন হলিউডের হার্টথ্রব নায়িকা অ্যাঞ্জেলিনা জোলি। বিবিসির টুডে প্রোগামে দেয়া সাক্ষাৎকারে এমনটা আভাস দিয়েছেন তিনি।

জোলি বলেন, ২০ বছর আগেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়ে গেছে। এখন আমার সে জায়গায়ই যাওয়া উচিৎ যেখানে আমার দরকার।

জাস্টিন ওয়েবের সঞ্চালনায় এ অনুষ্ঠানে তিনি মার্কিন রাজনীতি, সামাজিক যোগাযোগ মাধ্যম, যৌন সহিংসতা ও বৈশ্বিক শরণার্থী সংকট নিয়ে আলোচনা করেন।

রাজনীতিতে আসা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, “যদি ২০ বছর আগে আমাকে এ প্রশ্ন করতেন, আমি হেসে উড়িয়ে দিতাম। আমি সবসময় বলি, যেখানে যাবার সেখানেই যাব, আমি জানি না আমি রাজনীতির জন্য উপযুক্ত কিনা।

তিনি আরো বলেন, আমি সরকারের ও সামরিক বাহিনীর সাথে কাজ করতে সক্ষম, আমি এমন এক চমৎকার অবস্থায় আছি, যেখান থেকে আমার পক্ষে অনেক কিছুই করা সম্ভব।

অ্যাঞ্জেলিনা জোলি জাতিসংঘের শরণার্থী সংস্থার বিশেষ দূত; সমসাময়িক ইস্যু নিয়ে সদা সোচ্চার তিনি। বিশ্বজুড়ে যৌন হয়রানি, শরণার্থী সমস্যা সহ বিভিন্ন ইস্যুতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে যাচ্ছেন অ্যাঞ্জেলিনা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply