
ফাইল ছবি।
প্রাথমিক পর্যায়ে ঐকমত্য হওয়া বিষয়গুলোর তালিকা আজ বুধবারের সব রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।
বুধবার (৩০ জুলাই) দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের বৈঠকের বিরতিতে এ কথা জানান তিনি।
তিনি বলেন, যেসব বিষয়ে ঐকমত হয়েছে, সে সিদ্ধান্তগুলো আগামীকালের মধ্যেই জানানো হবে। নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারিত করার বিষয়ে সকল দলই একমত হয়েছে।
এদিকে, আজকের বৈঠকে সংসদে নারী প্রতিনিধিত্ব, রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, উচ্চকক্ষের গঠন ও সদস্য নির্বাচনের পদ্ধতি, সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান নিয়ে আলোচনা হবে।
/এমএইচ



Leave a reply