ইসি তো জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নয়: কাদের

|

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশনের মধ্যে ভিন্নমত থাকতে পারে। কারণ নির্বাচন কমিশন তো জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নয়। আজ শনিবার দুপুরে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, নিরাপত্তা পরিষদে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে পাঁচ সদস্যকেই ঐকমত্যে যেতে হয়, সিদ্ধান্তে একমত হতে হয়। একজন যদি ভিন্নমত পোষণ করে তা হলে সিদ্ধান্ত আটকে যায়। সেটি নিরাপত্তা পরিষদে।

কিন্তু নির্বাচন কমিশনে একজন মাত্র ভিন্নমত পোষণ করছে কোনো কোনো ব্যাপারে, সব ব্যাপারে নয়। সেটির জন্য তো মেজরিটির যে সিদ্ধান্ত, সেটি তো আটকে থাকতে পারে না। আমি মনে করি নির্বাচন কমিশন রাইট ট্র্যাকে আছে।

তিনি বলেন, নির্বাচন হচ্ছে নির্বাচন কমিশনের অধীনে, সরকারের অধীনে নয়। প্রতিটি রাজনৈতিক দল এতে অংশগ্রহণ করেছে।

এ নির্বাচন ভোটার শূন্য হবে না। যে গণজোয়ার দেখা যাচ্ছে, উৎসব বিরাজ করছে, তাতে জয়ের ব্যাপারে কোনো সন্দেহ নেই।

তিনি বলেন, আমরা ভালোর জন্য আশাবাদী, মন্দের জন্য প্রস্তুত আছি। তবে বিজয়ের মাসে নৌকা বিজয়ের বন্দরে পৌঁছাবেই। শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকার গঠন করবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply