দলের পোলিং এজেন্টকে কেন্দ্রে থাকতে না দেয়ার অভিযোগে ঢাকা-৩ আসনের বিএনপি প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় তার ভোট প্রদান থেকে বিরত থেকেছেন। সকালে দক্ষিণ কেরানিগঞ্জের আড়াকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি পরিদর্শন করে তিনি ভোট না দিয়েই কেন্দ্র ত্যাগ করেন।
এক্যফ্রন্ট প্রার্থী অভিযোগ করেন, গতরাত থেকেই বিএনপির পোলিং এজেন্টদের হুমকি ধামকি দেয়া হচ্ছে। তিনি বলেন, ঢাকা-৩ আসনের অধিকাংশ কেন্দ্রেই বিএনপির এজেন্টদের ঢুকতে দেয়া হচ্ছে না। সাধারণ জনগণ তাদের ভোট দিতে পারছে না।
গয়েশ্বর জানান, দলের এজেন্টদের কেন্দ্রে প্রবেশ নিশ্চিত করা হলে এবং সাধারণ মানুষ স্বাভাবিকভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারলে তবেই তিনি তার ভোট দেবেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে গয়েশ্বর বলেন, ভোট না দেয়া তার ব্যক্তিগত প্রতিবাদ, এটি কোন দলীয় সিদ্ধান্ত নয়।
Leave a reply