দেশের আট বিভাগের ৫ টিতেই কোন আসনে জয় পায়নি ধানের শীষ। বিভাগগুলো হলো- ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ। এ পাঁচ বিভাগে সংসদীয় আসন রয়েছে সর্বমোট ২০৯টি। এরমধ্যে ২০৪টি আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীরা ভোটের মাঠে লড়েছিলেন। কিন্তু কেউই জয়ের দেখা পাননি।
বাকি ৩ বিভাগের (রাজশাহী, সিলেট ও রংপুর) ৯১টি আসনের মধ্যে ৬ টিতে জয় পেয়েছে ধানের শীষ। এরমধ্যে রাজশাহী বিভাগের ৪টি, সিলেটের ১টি এবং রংপুর বিভাগের ১টি আসন রয়েছে।
আসনগুলো হলো:
রাজশাহী বিভাগের বগুড়া-৪ আসনে মোশাররফ হোসেন
একই বিভাগের বগুড়া-৬ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর
একই বিভাগের চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আমিনুল ইসলাম
একই বিভাগের চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে হারুনুর রশীদ
এছাড়া সিলেট বিভাগের মৌলভীবাজার-২ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে জয় পেয়েছেন গণফোরামের সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ
এবং রংপুর বিভাগের ঠাকুরগাঁও-৩ আসনে ধানের শীষে জয় পেয়েছেন জাহিদুর রহমান।
৬টি আসনের বাইরেও বিএনপির সমর্থন নিয়ে ‘সিলেট-২’ আসনে ‘উদীয়মান সূর্য’ প্রতীকে গণফোরামের মুকাব্বির হোসেন খান
এবং বগুড়া-৭ আসনে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করীব বাবলু বিজয়ী হয়েছেন।
প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮৮টি আসনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে আওয়ামীলীগ নেতৃত্বাধীন মহাজোট।
Leave a reply