জাতি উৎসবে মেতেছিল, ভোট পড়েছে ৮০ শতাংশ: সিইসি

|

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮০ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন তিনি।

নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করে সিইসি বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনে ভোট উৎসবে প্রায় ১০ কোটি ৪১ লাখ ভোটার ভোট প্রদানের সুযোগ গ্রহণ করেছিল। তার মধ্যে শতকরা ৮০ ভাগের মতো ভোটার ভোট প্রদান করেছে। নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২৯৮টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। ব্রাহ্মণবাড়ীয়া-২ আসনে তিনটি কেন্দ্র বন্ধ হওয়ায় ফল চূড়ান্ত করা যায়নি।’

ব্রিফিংয়ে ভোটের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন কে এম নুরুল হুদা। তিনি বলেন, ‘২৯৮টি আসনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ ২৫৯টি, জাতীয় পার্টি ২০টি, বিএনপি ৫টি, গণফোরাম ২টি, বিকল্প ধারা বাংলাদেশ ২টি, জাসদ দুটি, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ৩টি, তরিকত ফেডারেশ ১টি, জাতীয় পার্টি (জেপি) ১টি এবং স্বতন্ত্র ৩টি।’

তিনি বলেন, এই নির্বাচনে বিপুল ভোটারের উপস্থিতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। জাতি ভোট উৎসবে মেতেছিলো।

এছাড়া নির্বাচনী সহিংসতায় ১৪ জনের প্রাণহানির ঘটনায় কমিশনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply