ডা. ইমরান এইচ সরকারের জামানত বাজেয়াপ্ত

|

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে জামানত বাজেয়াপ্ত হচ্ছে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারের । এবারের নির্বাচনে কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজীবপুর ও চিলমারী) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন তিনি।

এ আসনে মোট বৈধ ভোট সংখ্যা ২ লাখ ৩৬ হাজার ৩৯৯।  কোন প্রার্থীর ক্ষেত্রে জামানত ফেরতের জন্য অন্তত ২৯ হাজার ৫০০ ভোট পাওয়া প্রয়োজন। ফলে সেই অনুপাতে ভোট না পাওয়ায় এ আসনে মটরগাড়ি প্রতীকে নির্বাচনে অংশ নেয়া ডা. ইমরান এইচ সরকারসহ ১৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে।

এবার এ আসনে ১৬ প্রার্থী নির্বাচনে অংশ নেন। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত ফল অনুযায়ী আওয়ামী লীগ প্রার্থী মো. জাকির হোসেন এক লাখ ৬২ হাজার ৬৩৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজিজুর রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ৯৬০ ভোট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply