নির্বাচন প্রত্যাখ্যান ও পুন নির্বাচনের দাবিতে ঐক্যফ্রন্টের প্রার্থীরা নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি দিবে বলে জানিয়েছেন জোট প্রধান ডক্টর কামাল হোসেন।
রাতে মতিঝিলে ডক্টর কামালের চেম্বারে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, স্বাধীন ও সার্বভৌম দেশের নির্বাচনী ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করতে হয়, তা সমগ্র দেখিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের কবর হয়েছে। ঐক্যফ্রন্টের জয়ী ৭ প্রার্থী নির্বাচন প্রত্যাখান করবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জোটের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম বলেন, নির্বাচন প্রত্যাখ্যান মানে তা ঐক্যফ্রন্টের সবার জন্য।
Leave a reply