ঢাকায় সৈয়দ আশরাফের মরদেহ

|

ঢাকায় পৌঁছেছে বরেণ্য রাজনীতিবিদ, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ। আজ শনিবার সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড থেকে মরদেহ ঢাকায় আনা হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দলের পক্ষ থেকে মরদেহ গ্রহণ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এসময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সদস্য ও সৈয়দ আশরাফুল ইসলামের দীর্ঘদিনের সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। অসুস্থ সৈয়দ আশরাফের খোঁজ খবর নেয়ায় পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

আগামীকাল সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রথম এবং কিশোরগঞ্জের শোলাকিয়া ও ময়মনসিংহে আরও দুই দফা জানাজা শেষে বনানীতে দাফন করা হবে। বৃহস্পতিবার থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সৈয়দ আশরাফুল ইসলাম ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply