রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টর, দক্ষিণখান ও আবদুল্লাহপুর সহ বিভিন্ন মোড়ে পোশাক শ্রমিকরা মেইন সড়কে অবস্থান নিতে চাইলে পুলিশের বাধার মুখে পড়ে শ্রমিকরা। এ সময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
সকাল থেকে কর্মবিরতী দিয়ে তারা বিক্ষোভ শুরু করে। পুলিশ রাস্তা থেকে তাদের সরিয়ে দিতে চাইলে বাধে সংঘর্ষ। বকেয়া বেতন ও মজুরি বাড়ানোর দাবিতে গত শনিবার থেকে আন্দোলন করে আসছে। শ্রমিকদের অভিযোগ, নতুন মজুরি কাঠামো অনুযায়ী ৫১ শতাংশ বেতন বৃদ্ধি শুধু ৭ম গ্রেডের ক্ষেত্রেই দিচ্ছে মালিকরা। সমান বেতন দেয়া হচ্ছে না, মূল্যায়ন করা হচ্ছে না অভিজ্ঞতা ও দক্ষতাকে। গতকাল দুপুরে মালিকপক্ষ শ্রমিকদের সাথে কথা বলতে আসেন। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দেন তারা। গত তিন দিন যাবৎ উত্তরা এলাকার বিভিন্ন গার্মেন্টসের শত শত শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ করে আসছেন।
Leave a reply