শর্তসাপেক্ষে সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার

|

শর্তসাপেক্ষে সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হবে।
রোববার ইসরায়েল সফরকালে এ মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা উপদেষ্টা জন বোল্টন।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু’র সাথে যৌথ সংবাদ সম্মেলনে জানান, ইসরায়েল ও তাদের মিত্রদের নিরাপত্তা নিশ্চিতের পরই সিরিয়া থেকে মার্কিন সেনাবহর সরানো হবে।
এসময় তিনি আরও বলেন, সিরিয়া ভূখণ্ডে আইএস এবং অন্যান্য জঙ্গি সংগঠন নিশ্চিহ্ন করার পরই সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র।

নেতানিয়াহু’র দাবি, রাতারাতি ২ হাজারের বেশি মার্কিন সেনাকে দেশে ফিরিয়ে নেয়া হলে, অঞ্চলটিতে সহজেই প্রভাব বিস্তারের সুযোগ পাবে ইরান।

উল্লেখ্য, গত বছরের ১৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎই সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেন। যার প্রতিবাদে, প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসসহ পেন্টাগনের ৩ শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply