প্রেসিডেন্ট শি জিনপিং-এর আমন্ত্রণে স্বস্ত্রীক চীন সফর করছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।
গণমাধ্যম-কেসিএনএ জানিয়েছে, ৭ থেকে ১০ তারিখ পর্যন্ত কিম জং উন দম্পতি প্রতিবেশী দেশে অবস্থান করবেন। এ নিয়ে, গেলো একবছরে চারবার মিত্র দেশ সফর করলেন কিম জং উন।
ধারণা করা হচ্ছে, এসময় মার্কিন প্রেসিডেন্টের সাথে দ্বিতীয়বার বৈঠকের সময় ও কর্মসূচি নির্ধারণে আলোচনা করবেন দুই রাষ্ট্রনেতা। কারণ উত্তর কোরিয়ার অন্যতম কূটনৈতিক মিত্র চীন; দেশটি থেকে বাণিজ্যিক ও মানবিক নানা সহায়তা পেয়ে থাকে পিয়ংইয়ং।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর আভাস, এই সফরের পর শিগগিরই ঘোষিত হতে পারে ট্রাম্প-কিম দ্বিতীয় বৈঠকের তারিখ ও ভেন্যু।
Leave a reply