রাখাইন রাজ্যে সশস্ত্র বিদ্রোহীদের দমনে সেনাবাহিনীকে আবারও অভিযান চালানোর নির্দেশ দিয়েছে মিয়ানমার সরকার। সোমবার, প্রেসিডেন্টের মুখপাত্র জাও তে বিবৃতি দিয়ে এই এই ঘোষণা দেন।
ডিসেম্বর থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সাথে দফায়-দফায় সংঘাত চলছিলো বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির। গেলো সপ্তাহে ৪টি পুলিশ ফাঁড়িতে হামলা চালায় সশস্ত্র বিদ্রোহীরা।
আরাকান আর্মির আভিযোগ, স্টেশনগুলোকে অস্থায়ী ঘাঁটি হিসেবে ব্যবহার করছে সেনাবাহিনী; করছে ভারী গোলাবর্ষণ। যার আঘাতে প্রাণ হারিয়েছে সশস্ত্র বাহিনীর ৩ সদস্য।
জাতিসংঘের দাবি, চলমান সংঘাতে বাস্তুচ্যুত হয়েছেন কমপক্ষে সাড়ে ৪ হাজার মানুষ। তারা স্থানীয় বৌদ্ধ মন্দির ও আশ্রয় কেন্দ্রগুলোয় রয়েছেন। ২০১৭ সালের সেপ্টেম্বরেও বিদ্রোহীদের নিমূর্ল অভিযানের নামে রোহিঙ্গাদের ওপর দমন-পীড়ন চালায় সেনাবাহিনী। প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেন ৭ লাখের বেশি রোহিঙ্গা।
Leave a reply