মানসিক ভারসাম্যহীন এক নারীর সদ্যপ্রসূত নবজাতকের দায়িত্ব নিলেন চট্টগ্রামের ডাবলমুরিং থানার দেওয়ান হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মাসুদ।
গতকাল সোমবার রোজিনা পাগলি (৩৫) নামে এক মহিলা চট্টগ্রামের আগ্রাবাদ বাদামতলী মোড়ের গ্রামীণ ফোন সেন্টারের সামনে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাস্তার ওপর একটি কন্যা সন্তান প্রসব করে। সেসময় তার প্রসব বেদনার চিৎকারে এগিয়ে আসেন এস আই মাসুদ। রোজিনা ও তার সদ্যভুমিষ্ঠ সন্তানকে রাস্তা থেকে তুলে পাশের মা ও শিশু হাসপাতালে ভর্তি করান তিনি।
এস আই মাসুদ জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগ্রাবাদের গ্রামীণফোন সেন্টারের সামনে রাস্তার ওপর এক নারী সন্তান প্রসব করেছে শুনে আমি ঘটনাস্থলে গিয়ে ওই নারী ও রাস্তার ওপর পড়ে থাকা নবজাতকটিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাই। এখন মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন।
তিনি আরো জানান, শিশুটির বাবা কে তা এখনো জানা যায়নি। যতদিন পর্যন্ত এই নবজাতকটিকে দায়িত্বশীল কারো হাতে তুলে দিতে না পারবো ততো দিন দায়িত্বভার আমি বহন করবো।
Leave a reply