প্রশাসনের উদ্যোগে নিরাপদ আশ্রয় পেল অসহায় জোবেদা

|

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে গরুর গোয়ালের পাশে খুব কষ্টে রাত কাটানো জোবেদা বেগমের পাশে দাড়ালো উপজেলা প্রশাসন।

ঘর না থাকায় বয়সের ভারে ন্যুব্জ এ বৃদ্ধা রাত কাতেন গোয়ালের পাশে খোলা আকাশের নিচে। খবরটি বিভিন্ন গনমাধ্যমে প্রকাশ পাবার পর তা উপজেলা প্রশাসনের নজরে আসলে সেই বৃদ্ধাকে চিকিৎসা প্রদান করে একটি ঘর তৈরী করে দেয়ার আশ্বাস দেন ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়।

আজ মঙ্গলবার দুপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা টিএইচএ ডা. আতাউর রহমান নিয়ে মঙ্গলকোটা গ্রামের বৃদ্ধা জোবেদারবাড়ী যান ইউএনও। সেখানে বৃদ্ধার ডাক্তারী চিকিৎসা সেবা, নতুন জামা-কাপড়, টিনসেডের ঘর, কম্বল, তোষক, বালিশসহ যাবতীয় বস্ত্র সামগ্রী প্রদান করে উপজেলা প্রশাসন। জরুরী ভিত্তিতে একাধিক শ্রমিক নিয়োগ করে নিজ উদ্যোগে বৃদ্ধাকে নিরাপদ আশ্রয়ে খোলা আকাশের পরিবর্তে নতুন ঘর উপহার দেন ইউএনও গনপতি রায়।

উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায় বলেন, জনগনের জন্যই প্রশাসন, আমরা সকলকেই সামাজিক ভাবে ও সুস্থ্য জীবনমান নিশ্চিতকল্পে বদ্ধপরিকর, যে কোন দুর্যোগ ও অসহায়দের পাশে উপজেলা প্রশাসন সব সময় ছিল, আছে ও থাকবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply