‘সীমান্ত দেয়াল’ ইস্যুতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ট্রাম্প

|

যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে দেয়াল নির্মাণ ইস্যুতে আজ টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিবাসী সংকট মোকাবেলায় মেক্সিকো সীমান্ত ঘেঁষে দীর্ঘ প্রাচীর তোলার পক্ষে তুলে ধরবেন নিজের যুক্তি ও মত।

হোয়াইট হাউজ জানিয়েছে, বৃহস্পতিবার সীমান্ত এলাকা পরিদর্শন করবেন প্রেসিডেন্ট। দেখা করবেন জাতীয় নিরাপত্তা নিশ্চিত ও মানবিক সংকট ঠেকাতে কর্মরত সীমান্তরক্ষী ও সেনাদের সাথে।

এর আগে ওভাল অফিস থেকে ভাষণ দেবেন জাতির উদ্দেশ্যে। সীমান্তে দেয়াল নির্মাণ ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে ১৭ দিন ধরে চলছে আংশিক শাটডাউন বা সরকারি কার্যক্রমে অচলাবস্থা। ট্রাম্পের দাবি অনুযায়ী ৫৬০ কোটি ডলারের তহবিলে কংগ্রেসের অনুমোদন না দেয়ায় দীর্ঘায়িত হচ্ছে সংকট। দফায় দফায় বৈঠকের পরও সংকট সমাধানে কোনো পথ বের করতে পারেননি ক্ষমতাসীন বা বিরোধী দলীয় আইনপ্রণেতারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply