বগুড়া ব্যুরো:
বগুড়া সদর উপজেলার মানিকচক এলাকায় সিএনজি ও ভটভটির সংঘর্ষে নিহত হয়েছেন ৪ জন।
আজ বুধবার সন্ধ্যায় মানিকচক এলাকায় দ্বিতীয় বাইপাসে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে সিএনজি চালক ও একজন শিশু রয়েছে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, সন্ধ্যা ৭টার দিকে মাটিডালি মোড় থেকে ছেড়ে যাওয়া ওই সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাঠবোঝাই ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী অটোরিকশাটি দুমড়ে মুচড়ে পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন দুজন। পরে হাসপাতালে নেয়া হলে মারা যান আরো দুজন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক জানিয়েছেন, নিহতদের মধ্যে পাশের কর্ণপুর গ্রামের বাসিন্দা সিএনজি চালক সামেদ মোল্লাও রয়েছে। অন্য তিন জন হলেন কদিমপাড়া এলাকার মাজেদ, কর্ণপুর মধ্যপাড়ার স্বাধীন ও শাখারিয়া কামাপাড়া এলাকার সামিউলের পুত্র ইব্রাহিম। শিশুপুত্র হারানো সামিউল দুর্ঘটনায় আহত হয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। নিহতদের একজন স্বাধীন মিয়া সরকারি শাহ সুলতান কলেজের অনার্সের শিক্ষার্থী। তিনি পরীক্ষা দিয়ে কলেজ থেকে বাড়ি ফিরছিলেন।
Leave a reply