মন্ত্রণালয়সহ দেশের সব ভূমি অফিসের কর্মকর্তাদের আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব দাখিলের নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
আজ শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এ নির্দেশের কথা বলেন।
এ ছাড়াও ভূমি কর্মকর্তাদের দুর্নীতি বন্ধে তিনি ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে মন্ত্রণালয় পর্যন্ত প্রতিটি ভূমি অফিসকে সিসিটিভির আওতায় আনার ঘোষণা দেন।
তিনি আরও বলেন, ভুমি অফিসের এসব সিসিটিভির একসেস সরাসরি মন্ত্রী এবং সচিবের কার্যালয়েও থাকবে।
যে সব কার্যালয়ের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ থাকবে, ওই সব অফিসের ভিডিওর সঙ্গে অডিও শোনা হবে। শিগগিরই বিভিন্ন ভূমি অফিসে সারপ্রাইজ ভিজিট শুরু করবেন বলেও জানিয়েছেন ভূমিমন্ত্রী।
Leave a reply