দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থাকার সুযোগ দেয়ায় দেশবাসীর প্রতি দায়িত্ব আরও বেড়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভার শুরুতে একথা বলেন তিনি।
নিজেদের দোষেই বিএনপির ভরাডুবি হয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, গণতন্ত্রের স্বার্থে বিএনপির সংসদ সদস্যদের সংসদে আসা উচিত। টানা তৃতীয় মেয়াদে নির্বাচিত হবার পর দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের প্রথম যৌথ সভা। এতে যোগ দেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুরুতেই আওয়ামী লীগ সভানেত্রী বলেন, রাষ্ট্র পরিচালনায় ক্ষেত্রে জনগনের সেবক হিসেবে কাজ করে আওয়ামী লীগ। তাই জাতীয় নির্বাচনে সব গোষ্ঠিরই সমর্থন পেয়েছে তার দল।
প্রধানমন্ত্রী বলেন, সকলের অংশ গ্রহণেই শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।বিএনপির কারণেই নির্বাচনে প্রাণহানির মতো ঘটনা ঘটেছে বলেও উল্লেখ করেন তিনি।
জাতীয় নির্বাচনে মনোনয়ন বাণিজ্য না করলে বিএনপির ফলাফলে কিছুটা উন্নতি হতে পারতো বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের পাশাপাশি দলকে আরও সংগঠিত করার পরিকল্পনার কথাও জানান আওয়ামী লীগ সভানেত্রী।
Leave a reply