বাংলাদেশের নতুন সরকারের সাথে কাজ করতে চায় জাতিসংঘ

|

টেকসই উন্নয়ন লক্ষ্য-এসডিজি অর্জন, সুশাসন প্রতিষ্ঠা এবং সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রশ্নে বাংলাদেশের নতুন সরকারের সাথে কাজ করবে জাতিসংঘ।

রোববার জাতিসংঘের বাংলাদেশ অফিসের ফেসবুক পেজে দেয়া হয় এ বিবৃতি। বলা হয়, বাংলাদেশের নতুন সরকারসহ অন্য জাতীয় অংশীদারদের সাথে কাজ করতে প্রস্তুত বৈশ্বিক সংস্থাটি। সার্বজনীন মানবাধিকার চুক্তি বাস্তবায়নে বাংলাদেশ তার প্রতিশ্রুতি রাখবে বলেও আশা প্রকাশ করা হয়। এছাড়া, ২০৩০ সালের বৈশ্বিক উন্নয়ন লক্ষ্যমাত্রা- এসডিজির ১৬ দফা বাস্তবায়নে একটি শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক সমাজ, সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশের নতুন সরকারের সাথে কাজ করবে জাতিসংঘ। বিবৃতিতে, মানবাধিকার কাউন্সিলের নতুন সদস্য হওয়ায় বাংলাদেশকে স্বাগত জানানো হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply