কাতারের ওপর থেকে সৌদি নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় যুক্তরাষ্ট্র

|

কাতারের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারে পারস্য উপসাগরীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। রোববার কাতার সফরকালে তিনি বলেন, নিজেদের মধ্যে বিবাদ থাকলে প্রতিপক্ষ লাভবান হয়।

মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে রোববার কাতারে পৌঁছান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। সফরকালে দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি দ্বিপক্ষীয় বৈঠক করেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রাহমান আল থানির সঙ্গে।

পরে সংবাদ সম্মেলনে দোহার ওপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য পারস্য উপসাগরীয় দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি। যদিও নিষেধাজ্ঞার শুরুতে অবরোধ আরোপকারীদের সমর্থন দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

২০১৭ সালের ৭ জুন সন্ত্রাসবাদে সহযোগিতার অভিযোগ তুলে কাতারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসির চার সদস্য রাষ্ট্র- সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর ও বাহরাইন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply