একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলের মনোনয়ন প্রত্যাশীদের কাছে ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ।
সকাল ১০টায় ধানমন্ডিতে দলের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে ফরম বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়। ফরম সংগ্রহের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে মনোনয়নপ্রত্যাশীদের।ত্রিশ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে ফরমের মূল্য।
২০ জানুয়ারি পর্যন্ত এই কার্যক্রম চলবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। জাতীয় সংসদে সংরক্ষিত ৫০টি নারী আসন রয়েছে। আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে আওয়ামী লীগ মনোনয়ন দেবে ৪৩টি আসনের জন্য।
একাদশ জাতীয় সংসদের ৫০ সংরক্ষিত নারী আসনের মধ্যে ৪৩টিই পাবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিরোধী দল জাতীয় পার্টি পাবে ৪টি। সংরক্ষিত নারী আসনের আইন অনুযায়ী তারা এ সংখ্যক আসন পাবে।
আইন অনুযায়ী, যে দলের অনুকূলে যতটি আসন নির্ধারিত হবে, দলগুলো সেই আসনপ্রতি এক বা একাধিক প্রার্থী মনোনয়ন দিতে পারবে। একজন করে প্রার্থী দেয়া হলে ভোটাভুটির প্রয়োজন হবে না।
Leave a reply