নামসহ ট্রেনের টিকিট দেয়া শুরু, লাগছে জাতীয় পরিচয়পত্র

|

ট্রেনের টিকেট কালাবাজারে বিক্রি বন্ধে যাত্রীর নামসহ টিকেট বিক্রি শুরু হয়েছে আজ মঙ্গলবার থেকে। ঢাকা-চট্টগ্রাম রুটের সোনার বাংলা ট্রেনের সব টিকিটে আজ থেকে যাত্রীর নাম থাকবে। টিকিট কেনার সময় জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন দেখাতে হবে। দেয়া লাগবে যাত্রীর মোবাইল নম্বরও।

গত ১ জানুয়ারি থেকে শুধু অনলাইনের টিকিটের ক্ষেত্রে এ বিধান কার্যকর হলেও আজ থেকে সোনার বাংলা ট্রেনের অফলাইন টিকেটের ক্ষেত্রে এটি কার্যকর হবে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষামূলক এই পদ্ধতি সফল হলে সব ট্রেনেই এটি চালু করা হবে।

জানা গেছে, মঙ্গলবার কমলাপুর ও চট্ট্রগাম রেলওয়ে স্টেশনে জাতীয় পরিচয়পত্র ছাড়া ‘সোনার বাংলা ট্রেন’র কোনো যাত্রীকে টিকিট দেয়া হচ্ছে না। টিকিটে লেখা থাকছে যাত্রীর নাম। ১৮টি অক্ষরের মধ্যে নাম সীমাবদ্ধ রেখে টিকিট প্রিন্ট করে দেয়া হচ্ছে বলেও জানা গেছে।

ঢাকা-চট্টগ্রাম রুটের ননস্টপ সোনারবাংলা এক্সপ্রেস ট্রেনটির আসন সংখ্যা ৫৮৪। এর মধ্যে ২৫ শতাংশ মোবাইল ও অনলাইনে বিক্রি হয়। বাকিগুলো কাউন্টার থেকে যাত্রীদের কিনতে হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply