১৮ ঘণ্টা পর খুলনার সাথে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

|

ঝিনাইদহের কোটচাঁদপুরে আন্তনগর ট্রেন সুন্দরবন এক্সপ্রেস লাইনচ্যুত হবার ১৮ ঘণ্টা পর খুলনার সাথে সারাদেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে।

শনিবার সকালে লাইনচ্যুত ইঞ্জিন ও কোচটি সরিয়ে রেলপথ মেরামতের কাজ শেষ হয়। এরপরই খুলনা ও যশোরের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ পুনরায় শুরু হয়েছে।

রেল কর্তৃপক্ষ জানায়, পাবনার পাকশি থেকে রাত ১০টার দিকে উদ্ধারকারী ট্রেন আসে। এর পর রেলওয়ের ৮০ জনের একটি দল ইঞ্জিন উদ্ধার ও রেলপথ সংস্কারে কাজ করে।

শুক্রবার বিকালে ঝিনাইদহের কোটচাঁদপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে চিলাহাটি থেকে খুলনাগামী রূপসা এক্সপ্রেস আলমডাঙ্গায় ও খুলনা থেকে রাজশাহীগামী সাগরদাড়ি এক্সপ্রেস যশোরে আটকা পড়ে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply