কসবায় ৩১ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশইনের চেষ্টা

|

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ভারত থেকে মিয়ানমারে পাঠানোর ভয়ে থাকা ৩১জন রোহিঙ্গা ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে। ২৫ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. শফিক সাংবাদিকদের বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তে ২০২৯ নং পিলারের কাছে কাজিয়াতলী সীমান্ত দিয়ে ৩১ জন রোহিঙ্গা নারী-পুরুষ-শিশু সীমান্ত রেখায় অবস্থান করছে।

তিনি আরও বলেন, আমরা মনে করি তারা ভারতীয় নাগরিক। তারা আসলে কারা পতাকা বৈঠকের পর তাদের সম্পর্কে জানা যাবে। বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করে এদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। বিএসএফ যেন এদের বাংলাদেশে প্রবেশ না করাতে পারে, সে ব্যাপারে বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে বলেও জানান তিনি।

কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম মান্নান জাহাঙ্গীর বলেন, শুক্রবার রাত থেকে কসবা কাজিয়াতলী সীমান্তে কাঁটাতারের বেড়ার ওপার থেকে ৩১ জন রোহিঙ্গাকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করছে ভারতীয় সীমারক্ষী বাহিনী-বিএসএফ। ৩১ জন রোহিঙ্গার মধ্যে ছয় জন নারী, আট জন পুরুষ এবং ১৭ জন শিশু রয়েছে। তারা দুই দেশের শূন্যরেখায় খোলা জায়গায় অবস্থান করছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply