ভারতের কংগ্রেস যদি বিরোধী জোটে যোগ দেয়, তবে দেশটির সবচেয়ে জনবহুল রাজ্যটিতে ব্যাপক পরাজয়ের মুখোমুখি হতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষমতাসীন দল বিজেপি। বুধবার প্রকাশিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
সর্বশেষ জাতীয় নির্বাচনে ৫৪৫ আসনের পার্লামেন্টে মোদির ভারতীয় জনতা পার্টি ২৮২টিতে জয় ছিনিয়ে নেয়। এর মধ্যে উত্তরপ্রদেশের ৮০টির ভেতর ৭৩ আসনে জয় পায় তারা। ভারতের উত্তরাঞ্চলীয় এ রাজ্যটিতে জনসংখ্যা ২০ কোটিরও বেশি।
জরিপটি চালিয়েছে ইন্ডিয়া টুডে-কারভি ইনসাইটস মুড। পূর্বাভাসে বলা হয়েছে, কংগ্রেস এবার বিরোধী জোটের সাথে যোগ দিলে রাজ্যটিতে বিজেপির আসন কমে পাঁচটিতে নেমে যেতে পারে। আর যদি কংগ্রেস আলাদা নির্বাচনও করে এবং বর্তমান বিরোধী জোট ঠিক থাকে তাহলে বিজেপির আসন নেমে আসতে পারে ১৮টিতে। অর্থাৎ, গত নির্বাচনের চেয়ে ৫৮টি আসন কম পাবে মোদির দল। আগামী মে-তে ভারতের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
গত বছর পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনে হেরে গেছে বিজেপি। যার মধ্যে তিনটি রাজ্যের নিয়ন্ত্রণ তাদের হাতেই ছিল। উৎপাদিত পণ্যের সঠিক মূল্য না পাওয়ায় গ্রামীণ মানুষের ক্ষোভ থেকে বিজেপির ভোটে হারা। এর পর মড়ার উপর খাঁড়ার ঘা হিসেবে নতুন এ জরিপ প্রকাশ করা হয়েছে।
Leave a reply