অর্থ আত্মসাতের মামলায় জনতা ব্যাংকের ৩ কর্মকর্তা গ্রেফতার

|

পটুয়াখালী প্রতিনিধিঃ

আড়াইকোটি টাকা আত্মসাতের ভিন্ন ভিন্ন মামলায় পটুয়াখালীতে জনতা ব্যাংকের তিনজন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পটুয়াখালী দুদক অফিসের কর্মকর্তারা।

গ্রেপ্তারকৃতরা হলেন পটুয়াখালী জনতা ব্যাংক নতুন বাজার শাখার সাবেক সহকারী নির্বাহি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, আমতলী শাখার সহকারী নির্বাহী কর্মকর্তা মীর জালাল উদ্দিন এবং বাউফল শাখার সহকারী ব্যবস্থাপক আবদুর আলী।

আজ বৃহস্পতিবার দুপুরে শহরের শিমুলবাগ এলাকার নিজ নিজ বাসা থেকে এদেরকে গ্রেপ্তার করে দুদক। গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়।

পটুয়াখালী দুদক অফিসের পরিচালক মোজাহার আলী সর্দার জানান, ভুয়া চাকুরিজীবি দেখিয়ে বিভিন্ন সময়ে ২কোটি ৩৫লাখ ৪৭হাজার টাকা ঋণ নেয় আসামীরা। পরবর্তিতে ২০১৮ সালের ৪সেপ্টেম্বর এ ব্যপারে তাদের বিরুদ্ধে দুদক বাদী একটি মামলা দায়ের করেন। পরবর্তিতে অনুসন্ধানে তাদের বিরুদ্ধে ভুয়া কাগজপত্র দেখিয়ে জমির মর্গেজ বাবদ ৪ লাখ ৫২হাজার ৫০০টাকা, ১০লাখ ৮৫হাজার ৭৪০টাকা এবং ৯লাখ ২৫হাজার ৩৪২টাকা ঋণ গ্রহন করার প্রমাণ পাওয়া যায়। এ ব্যাপারেও তাদের বিরুদ্ধে ওই সময়ে আরো একটি মামলা দায়ের করা হয়।

তিনি জানান, এতদিন আসামীরা পলাতক ছিল। আজ গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করাহয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply