২০১৮ সালে সড়ক দুর্ঘটনায় সারাদেশে ৭ হাজার ২২১ জন নিহত হয়েছেন। যাত্রী কল্যাণ সমিতর বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়।
প্রতিবেদনে বলা হয়, গত বছর দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৫ হাজার ৫১৪টি। এসব দুর্ঘটনায় আরও আহত হয়েছেন ১৫ হাজার ৪৬৬ জন। অনুষ্ঠানে বক্তারা বলেন, দিন দুন সড়ক দুর্ঘটনা মহামারি আকার ধারণ করেছে। সঠিক পদক্ষেপ না নিলে সামনে আরও কঠিন পরিস্থিত আসছে বলে মন্তব্য করেন বক্তারা।
Leave a reply