বয়স ত্রিশ পেরিয়ে গেছে অথচ এখনো খুজে পাননি জীবনসঙ্গী। এবার এমন মহিলাদের প্রতি সহযোগীতার হাত বাড়িয়ে দিতে আসছে চীনের বেশ কয়েকটি বেসরকারী কোম্পানী।
কর্মক্ষেত্রে নির্দিষ্ট ছুটির বাহিরেও এসব নারীদের জীবনসঙ্গী বাছাই করার জন্য ডেটিং লিভ বা প্রেম করার ছুটি হিসেবে অতিরিক্ত সাত দিন ছুটি দিবে চীনের পূর্বাঞ্চলের হাংঝুর কয়েক কোম্পানি।
এমন এক সময় এ ঘোষণা আসলো যখন অধিকাংশ পরিবারই নতুন বছর উদযাপন করতে বিভিন্ন স্থানে ছুটি উপভোগ করতে গেছেন। এই সময়ে ত্রিশ পেরিয়ে যাওয়া সঙ্গীবিহীন নারীরা যাতে একাকীত্ব দূর করার সুযোগ পায় তাই এমন সুবিধা দিচ্ছে তারা।
কোম্পানীগুলো নতুন বছর উদযাপনের ছুটির সাথে আরো সাত দিন অতিরিক্ত ছুটি মঞ্জুর করেছে। তবে এই সুযোগ পাবেন কেবল মাত্র তিরিশের কোঠার অবিবাহিত নারীরা।
চীনের মেয়েরা কাজের বেশি মনোযোগী হওয়ায় জন্মহারে প্রভাব পড়ছে। আশঙ্কাজনকহারে জনসংখ্যা কমে যাচ্ছে। ফলে বর্তমানে চীন সরকার সন্তান নিতে নারীদের উৎসাহিত করছে।
Leave a reply