গবেষণা প্রবন্ধ নিয়ে বুয়েট ক্যারিয়ার ক্লাবের কর্মশালা ‘এ্যাটেলিয়র অন রিসার্চ আর্টিকেল রাইটিং-২০১৯’ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১ ফেব্রুয়ারী শুক্রবার। বুয়েটের অডিটোরিয়াম কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে এই কর্মশালা।
কর্মশালায় গবেষণার জন্য ধারণা তৈরী সহ একটি ভাল গবেষণা পত্র তৈরির গঠন, এর গুরুত্ব, গবেষণা তথ্য বিশ্লেষণের পরিমিতি ও গবেষণা প্রকাশের সময় এবং গবেষণার উল্লেখযোগ্য কিছু নিয়ম সহ নানা দিকের উপর আলোকপাত করা হবে।
এছাড়াও এই কর্মশালায় বিভিন্ন সেক্টরে অভিজ্ঞ বুয়েটের সাবেকবৃন্দ তাদের অভিজ্ঞতা শেয়ার করবেন।
বুয়েট ক্যারিয়ার ক্লাব কর্তৃক আয়োজিত এ কর্মশালায় যে কোন বিশ্ববিদ্যালয়ের বিএসসি ও এমএসসি’র শিক্ষার্থীগণ অংশগ্রহণ করতে পারবেন।
এক্ষেত্রে অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের https://goo.gl/forms/tCdskYBBvdmuQURX2 ঠিকানায় গিয়ে তথ্য প্রদান করে রেজিস্ট্রেশন করে নিতে হবে। কর্মশালায় অংশগ্রহণের জন্য বুয়েটের শিক্ষার্থীদের জন্য ফি ধরা হয়েছে ২০০ টাকা এবং বুয়েটের বাহিরের শিক্ষার্থীদের জন্য এ ফি ধরা হয়েছে ৩০০ টাকা করে।
Leave a reply