রেকর্ডময় ম্যাচে টেবিল টপার চিটাগং ভাইকিংসকে ৭২ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। রুশো-হেলসের ব্যাটিং তান্ডবে প্রথমে ব্যাটিংয়ে নেমে বিপিএল সর্বোচ্চ ২৩৯ করে রংপুর। জবাবে, ১৬৭ রানে থামে চিটাগং ভাইকিংস। টি-টোয়েন্টি ইতিহাসের ৩য় বারের মতো এক ইনিংসে জোড়া সেঞ্চুরির রেকর্ড হয়েছে এদিন। ইংলিশ ব্যাটসম্যান অ্যালেক্স হেলসের পর রাইডার্সদের হয়ে শতক হাঁকান প্রোটিয়া ব্যাটসম্যান রাইলি রুশো।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতেই আবু জায়েদ রাহীর বলে ভয়ঙ্কর ক্রিস গেইলকে হারায় রংপুর রাইডার্স। এরপর টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার রাইলি রুশো সঙ্গী হন অ্যালেক্স হেলসের। গেল ম্যাচে ফিফটির পর এবার ৪৭ বলে সেঞ্চুরি করে সিকান্দার রাজার বলে ফেরেন এই ডেঞ্জারম্যান। ডি ভিলিয়ার্স ১ রানে আবু জায়েদ রাহীর শিকার হন। অন্যপ্রান্তে থাকা রাইলি রুশো তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। জবাবে ব্যাটিংয়ে নেমে ৩৩ রানের মধ্যেই মোহাম্মদ শেহজাদ আর সিকান্দার রাজার উইকেট হারায় চিটাগং। এরপর ২২ রান করে ফেরন মুশফিকুর রহিম। সুবিধা করতে পারেননি নজিবুল্লা জাদরান। একপাশ আগলে থাকা ইয়াসির আলি তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় হাফ সেঞ্চুরি। ৪৮ বলে ইনিংস সেরা ৭৮ রান করেন ইয়াসির। আর কেউ অবশ্য বলার মতো স্কোর পাননি।
এর আগে চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে রাজশাহী কিংসকে ৭৬ রানে হারিয়েছে সিলেট সিক্সার্স। তাদের দেয়া ১৮১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ১০৪ রান ইনিংস শেষ হয় রাজশাহীর। প্রথমে ব্যাটিংয়ে নেমে ২৮ রানে ২ ওপেনার লিটন দাশ আর সাব্বির রহমানের উইকেট হারায় সিলেট। এরপর ব্যাটিংয়ে নেমে বিপিএলে নিজের প্রথম ম্যাচেই ২৮ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলেন জেসন রয়। এরপর আফিফ হোসেনের ২৮ আর শেষদিকে সোহেল তানভীরের ২১ রানে ১৮০ রানের লড়াকু সংগ্রহ পায় সিলেট। জবাবে, ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ধুকতে থাকে রাজশাহী। এক ফজলে মাহমুদের ফিফটি ছাড়া দাঁড়াতে পারেনি কেউই। ১৪তম ওভারে বোলিংয়ে এসে ৩ উইকেট তুলে নেন স্পিনার মোহাম্মদ নেওয়াজ। সিলেটের দারুণ বোলিংয়ে রাজশাহীর ৮ ব্যাটসম্যানই পায়নি ২ অঙ্কের দেখা।
Leave a reply