নাজমুল হাসান, নাটোর:
নাটোরের সিংড়ার গুড়নই নদীতে ধরা পড়েছে দক্ষিণ আমেরিকার পায়ী মাছ (সাকার ফিস)। যার বৈজ্ঞানিক নাম ‘সাকার ফিস’। শুক্রবার সকালে জেলেদের জালে মাছটি ধরা পড়ে। পরে সিংড়া বাসস্ট্যান্ড এলাকার মাছটি বিক্রয়ের জন্য আনা হয়। এ সময় সাকার ফিস দেখতে ভিড় করেন উৎসুক জনতা।
স্থানীয় মাছ ব্যবসায়ী সোহেল তালুকদার তিনশ টাকায় মাছটি কিনে নদীতে অবমুক্ত করেন।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, এ ধরনের মাছ এর আগে কখনও চলনবিলে বা নদীতে দেখা যায়নি। এই প্রথম মাছটি দেখা গেল।
সিংড়া উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন, এটা ‘সাকার ফিস’। মূলত এটা দক্ষিণ আমেরিকার মাছ। এক সময় এই মাছ বাংলাদেশে দেখা যেতো। মাঝখানে তার বিলুপ্তি ঘটে। আবার কিছুদিন ধরে চলনবিল ও তার আশপাশের নদীতে এই মাছের দেখা মিলছে।
Leave a reply