ভেনেজুয়েলার চলমান সংকট নিরসনে যে কোন এক পক্ষের প্রতি স্পষ্ট সমর্থন বজায় রাখুন। শনিবার, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি এ আহ্বান জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।
স্বঘোষিত অন্তর্বর্তী প্রেসিডেন্ট হুয়ান গুয়াইদোকে স্বীকৃতি দেয়ার পাশাপাশি নতুন নির্বাচনের তাগাদা দেন তিনি। তিনি বলেন, ভেনেজুয়েলায় শান্তি ফেরাতে বিশ্বকে মুক্তিকামী অথবা দাঙ্গাবাজ যে কোন একপক্ষকে বেছে নিতে হবে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অভিশংসনের প্রস্তাবও দেন তিনি।
নিরাপত্তা পরিষদের বৈঠকে যুক্তরাষ্ট্র গুয়াইদোকে সমর্থনের প্রস্তাব তুললে; তাতে ভেটো দেয় চীন, রাশিয়া, সাউথ আফ্রিকা এবং গিনি। রুশ প্রতিনিধি ভ্যাসেলিয়া ন্যাবেঞ্জিয়া জানান, ভেনেজুয়েলা আন্তর্জাতিক বিশ্বের শান্তি বা নিরাপত্তার জন্য হুমকি নয়। কিন্তু যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা নিলর্জ্জের মতো দেশটির নির্বাচিত প্রেসিডেন্টের বিরুদ্ধে আগ্রাসি মনোভাব দেখাচ্ছে।
Leave a reply