শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১০ কেজি স্বর্ণসহ তিনজন আটক

|

Gold bars

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ১০ কেজি স্বর্ণসহ তিনজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় চোরাচালানে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে। আটককৃতরা হলো মো. ফারুক আহম্মেদ, মীর হোসেন ও মো.শাহীন।

এর মধ্যে মীর হোসেন রিজেন্ট এয়ারলাইন্সের ক্যাটারিং বিভাগের কর্মচারী। মো. ফারুক নিজেই চোরাচালানে আসা স্বর্ণের কিছু অংশের মালিক আর গাড়িচালক মো. শাহীন। কর্মকর্তারা জানান, বুধবার বিকেলে রিজেন্ট এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে করে দুবাই থেকে আনা হয়। পরে এসব স্বর্ণ হেঙ্গার গেইট দিয়ে বাইরে নিয়ে গাড়িতে করে পালানোর চেষ্টা করে আটককৃতরা। এসময় স্বর্ণসহ তিনজনকে আটক করে ডিবি। কর্মকর্তারা জানান, কৌশলে উড়োজাহাজের সিটের নিচে সোনার বারগুলো রেখে যান বিমানবালারা। যাত্রী নেমে গেলে ময়লার সঙ্গে সেগুলো নিয়ে আসে ক্যাটারিংয়ের কর্মচারীরা। পরে চোরাকারবারিদের কাছে হস্তান্তর করা হয় সেসব।

 

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply