ভেনেজুয়েলার বর্তমান রাজনৈতিক সঙ্কট মোকাবেলায় বিকল্প উপায় হিসেবে সেখানে মার্কিন সৈন্য মোতায়নের কথা ভাবছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সেনা মোতায়ন প্রসঙ্গে রোববার মার্কিন গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি এটা বলতে চাচ্ছিনা, কিন্তু এটাই মনে হচ্ছে কোন একটি বিকল্প পথ হতে পারে।’
এসময় ট্রাম্প জানান, মাদুরো তার সাথে মাসখানেক আগে বৈঠক করতে চাইলে তিনি তা নাকচ করে দেন। এসময় ট্রাম্প গুয়াইদোকে একজন তরুণ ও উদ্যমী নেতা বলেও স্বীকৃতি দেন।
ভেনেজুয়েলার চলমান রাজনৈতিক সঙ্কটে যুক্তরাষ্ট দেশটির বিরোধী দলীয় নেতা ও স্বঘোষিত অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হুয়ান গুয়াইদোকে পূর্ণ সমর্থন জানাচ্ছে। একই সাথে ইউরোপের বিভিন্ন দেশ যেমন, যুক্তরাজ্য, স্পেন, ফ্রান্স, জার্মানীও স্বঘোষিত প্রেসিডেন্ট গুয়াইদোকে সমর্থন জানিয়ে মাদুরোর নিকট অতিদ্রুতই অন্তর্বর্তীকালীন নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে।
অন্যদিকে রাশিয়া, চায়না ও তুরস্ক বর্তমান সঙ্কটে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পাশে থাকার কথা জানিয়েছে।
রোববার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিমা বিশ্ব ইচ্ছাকৃতভাবেই ভেনেজুয়েলার সঙ্কটকে গভীরে নিক্ষেপ করছে এবং দেশটির মিলিয়ন সংখ্যক জনগণকে ভোগান্তিতে ফেলছে।
Leave a reply