নাম সর্বস্ব কোম্পানির ওষুধ খেয়ে শিশুসহ ২ জনের মৃত্যু

|

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় একটি নাম সর্বস্ব কোম্পানির সিরাপ খেয়ে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কথিত গ্রাম্য চিকিৎসক মো. রাজিবকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, খাড়াড়া গ্রামের কৃষক নবাব আলী তার ৯ বছর বয়সী মেয়ে শামীমার কাশির চিকিৎসার জন্য গত দিবাগত রাতে গ্রাম্য ডাক্তার রাজিবের কাছে যান। এসময় একটি অখ্যাত কোম্পানি নবীন ল্যাবরেটরিজ লিমিটেডের সিরাপ ‘মেরি গোল্ড’ সেবনের পরামর্শ দেন তিনি।

চিকিৎসকের কাছ থেকে আনা ওই সিরাপ খেয়ে রাতে নবাব আলী, শামীমা ও তার প্রতিবেশি নূর মোহাম্মাদ অসুস্থ হয়ে পড়েন। ভেড়ামারা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রাতে শামীমার মৃত্যু হয়।

আজ সকালে কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় নূর মোহাম্মাদের। অসুস্থ্য নবাব আলীকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। খাড়াড়া গ্রাম থেকে চিকিৎসক রাজিবকে আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply