ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ বি এম খায়রুল হকের বক্তব্যকে ‘ন্যাক্কারজনক’ বলে অভিহিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার বিকালে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল আরও বলেন, সাবেক এই প্রধান বিচারপতির বক্তব্য আদালত অবমাননার শামিল।
বিএনপি নেতা বলেন, আইন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালনরত অবস্থায় তিনি এমন বক্তব্য দিতে পারেন না। ফলে তার এমন বক্তব্যে ধিক্কার জানায় বিএনপি।
‘বিচার বিভাগের হাত এত বড় হয়নি যে সেটা সংসদের দিকে হাত বাড়াবে’ স্বাস্থ্যমন্ত্রীর এমন বক্তব্যেরও সমালোচনা করেন মির্জা ফখরুল। তিনি বলেন, এ ধরনের বক্তব্যের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার বিষয়ে ক্ষমতাসীনদের মানসিকতা স্পষ্ট হয়েছে।
/কিউএস
Leave a reply