জাতীয় প্রেসক্লাবে এডিশনাল ক্লাস টিচার-এসিটি শিক্ষকরা চাকুরি স্থায়ীকরণে অবস্থান কর্মসূচি ও প্রতীকী অনশন কর্মসূচি পালন করছেন। ৩ বছর মেয়াদি অতিরিক্ত শ্রেণি শিক্ষকদের চাকুরি স্থায়ীকরণের দাবিতে সকাল থেকে এই কর্মসূচি শুরু হয়।
২০১৫ সাল থেকে সেকায়েপভুক্ত এই মডেল শিক্ষকরা শিক্ষা ক্ষেত্রে উন্নয়নসহ বাল্যবিবাহ রোধ, বিষয়ভিত্তিক মান বৃদ্ধি’সহ নানা ক্ষেত্রে কাজ করে আসছেন। ২০১৭-র ৩১ ডিসেম্বরে প্রকল্পটির মেয়াদ শেষ হলে প্রায় ৫ হাজার শিক্ষক কর্মহীন হয়ে পড়েন। সরকারি বিশেষ আদেশের মাধ্যমে নিজ নিজ প্রতিষ্ঠানে চাকরি স্থায়ীকরণের কথা থাকলেও এখন পর্যন্ত তা না হওয়ায় আন্দোলনে নেমেছেন তারা।
শিক্ষকরা জানান, চাকরি স্থায়ীকরণের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত রাজপথে থাকবেন তারা। দ্রুত প্রজ্ঞাপণ জারির দাবি জানান তারা।
Leave a reply