কলকাতার পুলিশ কমিশনারকে গ্রেফতার না করার নির্দেশ আদালতের

|

পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত, ‘সারদা চিটফান্ড কেলেঙ্কারি’ ইস্যুতে কলকাতা পুলিশ প্রধানকে গ্রেফতার করা যাবে না। আজ মঙ্গলবার সিবিআইকে এ নিদের্শ দেন ভারতের সর্বোচ্চ আদালত।

একইসাথে কলকাতা পুলিশের প্রতিও সুপ্রিমকোর্টের ছিলো বেশ কিছু নির্দেশনা। বলা হয়েছে, সিবিআই’র তদন্তে খোদ রাজিব কুমার তথ্য-উপাত্ত দিয়ে সহায়তা করবেন; সাথে থাকবে কলকাতা পুলিশ বিভাগ।

আদালতের এই আদেশে সন্তোষ প্রকাশ করেন তৃতীয় দিনের মতো অবস্থান ধর্মঘট ধরে রাখা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, এটা জনগণের বিজয়ের। একইসাথে তাঁর অভিযোগ- ৫ বার চিঠি পাঠানো সত্ত্বেও কেলেঙ্কারি ইস্যুতে এতোদিন কোন ব্যবস্খা গ্রহণ করেনি সিবিআই।

কিন্তু নির্বাচন দোরগোড়ায় আসায় পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নে এই নাটক সাজিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কেন্দ্রীয় সরকারও হুঁশিয়ারি দিয়েছে, ধর্না বজায় রাখলে নেয়া হবে উপযুক্ত ব্যবস্থা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply