আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বিভিন্ন প্রদেশে দফায় দফায় সন্ত্রাসী হামলায় প্রাণ গেছে ৪৭ নিরাপত্তারক্ষী ও ২২ তালেবান যোদ্ধার। নিরাপত্তা চৌকি, পুলিশ-সেনাবাহিনী আর সরকার সমর্থিত যোদ্ধাদের ঘাঁটি লক্ষ্য করে চালানো হয় এসব হামলা।
সবচেয়ে বেশি প্রাণহানি হয় উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে।
গতকাল মঙ্গলবার কুন্দুজের প্রাদেশিক সরকার জানায়, প্রদেশটির তিনটি এলাকায় ধারাবাহিক হামলায় প্রাণ হারায় ২৩ সেনাসহ নিরাপত্তা বাহিনীর ২৬ সদস্য। আহত হয় আরও ২০ জন।
দুই ঘণ্টার বন্দুকযুদ্ধে নিহত হয় কয়েকজন তালেবান সদস্যও। কাছাকাছি সময়ে বাঘলান প্রদেশের একটি নিরাপত্তা চৌকিতে হামলায় নিহত হয় ১১ পুলিশ সদস্য। অস্ত্র লুট করে পালিয়ে যায় হামলাকারীরা।
এর আগে সামানগান প্রদেশে এক নারীসহ সরকার সমর্থিত বাহিনীর ১০ সদস্যকে হত্যা করে সন্ত্রাসীরা। রাশিয়ায় আফগানিস্তানের বিরোধী দল ও তালেবানের মধ্যে বৈঠক চলতে থাকার মধ্যেই হলো এসব হামলা।
Leave a reply