ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ, মিয়ানমারের ৪ বিদ্রোহী গোষ্ঠির ‘গ্রুপ’ বন্ধ করলো ফেসবুক

|

A Rohingya ethnic minority man looking facebook at his cell phone at a temporary makeshift camp after crossing over from Myanmar into the Bangladesh side of the border, near Cox's Bazar's Palangkhali, Friday, Sept. 8, 2017. Tens of thousands more people have crossed by boat and on foot into Bangladesh in the last two weeks as they flee violence in western Myanmar. (Photo by Ahmed Salahuddin/NurPhoto via Getty Images)

ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠিদের ৪টি সামাজিক যোগাযোগ গ্রুপ বন্ধ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ফেসবুকে ব্যবহারের মাধ্যমে ভূয়া খবর ছড়িয়ে উত্তেজনামূলক পরিস্থিতি তৈরির করছে দেশটির সেনাবাহিনীর সাথে সংঘাতে জড়ানো বিভিন্ন নিষিদ্ধ সংগঠন।

বন্ধ করে দেয়া গ্রুপের মধ্যে রয়েছে- দ্য আরাকান আর্মি, দ্য মিয়ানমার ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালিয়েন্স আর্মি, কাচিন ইনডিপেনডেন্স আর্মি এবং দ্য তা’য়াং ন্যাশনাল লেবারেশন আর্মি। এর আগে ভূয়া তথ্য ছড়ানোর অভিযোগ এতে দেশটি সেনাবাহিনীর শতাধিক ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply