ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠিদের ৪টি সামাজিক যোগাযোগ গ্রুপ বন্ধ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ফেসবুকে ব্যবহারের মাধ্যমে ভূয়া খবর ছড়িয়ে উত্তেজনামূলক পরিস্থিতি তৈরির করছে দেশটির সেনাবাহিনীর সাথে সংঘাতে জড়ানো বিভিন্ন নিষিদ্ধ সংগঠন।
বন্ধ করে দেয়া গ্রুপের মধ্যে রয়েছে- দ্য আরাকান আর্মি, দ্য মিয়ানমার ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালিয়েন্স আর্মি, কাচিন ইনডিপেনডেন্স আর্মি এবং দ্য তা’য়াং ন্যাশনাল লেবারেশন আর্মি। এর আগে ভূয়া তথ্য ছড়ানোর অভিযোগ এতে দেশটি সেনাবাহিনীর শতাধিক ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়।
Leave a reply