পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র এলাকার বটতলা বাজার থেকে অবৈধ নিবন্ধনকৃত ১৬০ টি সিমকার্ড সহ ৫ জনকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাতে র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হচ্ছেন ধানখালী এলাকার মোঃ ইলিয়াস(২৮), চরনিশানবাড়িয়া এলাকার মোঃ জাহাঙ্গীর মাঝি(৪০), মোস্তাফিজুর রহমান(১৯), মজিদপুর এলাকার আল মামুন(২৭) এবং মহিপুর এলাকার আল আমিন(২৮)।
বুধবার সকালে র্যাব-৮ ক্যাম্পের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক শেখ নাজমুল আরেফিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্কোয়াড কমান্ডার এএসপি আবুল কালাম আজাদ এর নেতৃত্বে একটি অপারেশন পরিচালনা করা হয়। এ সময় ডিজিটাল স্টুডিও ও তুষার-২, নিশি টেলিকম, রুবি ইলেকট্রনিক্স এবং হাওলাদার টেলিকম থেকে এয়ারটেল ও রবির ১৬০ টি সিম উদ্ধার করা হয়। অধিক মুনাফা লাভের জন্য বিভিন্ন ব্যক্তির নামে তাদের অগোচরে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন সম্পন্ন করে এসব সিম বিক্রি করা হচ্ছিল।
Leave a reply