বছরের প্রথম এল ক্লাসিকোতে জয় পায়নি কোন দল। কোপা দেল রে’র সেমি ফাইনালের প্রথম লেগের ম্যাচে এগিয়ে গিয়েও বার্সেলানার সাথে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। ম্যালকমের কল্যাণে শেষ পর্যন্ত ১-১ গোলের সমতায় মাঠ ছাড়ে বার্সা।
চোট কাটিয়ে ফেরা নিয়ে শঙ্কা থাকায় ন্যু ক্যাম্পে এল ক্লাসিকোর শুরুর একাদশে ছিলেন না বার্সেলোনার প্রাণ ভ্রোমরা লিওনেল মেসি। সুযোগ কাজে লাগিয়ে স্বাগতিক দর্শকদের হতাশ করে শুরুতেই লিড নেয় সফররত রিয়াল মাদ্রিদ। ৬ মিনিটে কারিম বেঞ্জামার বাড়ানো বলে স্কোর শিটে নাম তুলতে ভুল করেননি লুকাস ভাসকেজ। আর এ নিয়ে টানা ১৫ অ্যাওয়ে ম্যাচে গোলের দেখা পেলে গ্যালাকটিকোরা।
২২ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ কাজে লাগাতে পারেননি ভিনিসিউস। ৩৩ মিনিটে রাকিটিচের হেড ক্রস বারে লেগে ফিরলে ম্যাচে ফেরার সুযোগ হারায় বার্সাও।
তবে দ্বিতীয়ার্ধে মুদ্রার উল্টো পিঠ দেখে রিয়াল মাদ্রিদ। সফরকারীদের আক্রমনের ধার কমলে ৫৭ মিনিটে ম্যালকমের গোলে সমতা ফেরে কাতালানরা।
শুরুর একাদশে না থাকলেও ৬৪ মিনিটে বদলি হিসেবে নামেন লিওনেল মেসি। রিয়াল শিবিরেও আসে দুই পরিবর্তন। তবে শেষ পর্যন্ত আর কেউ গোল না পাওয়ায় ১-১ গোলের সমতায় মাঠ ছাড়ে দু দল।
সান্তিয়াগো বার্নাব্যুতে ২৭ ফ্রেব্রুয়ারি ফিরতি লেগের ম্যাচে বার্সাকে আতিথ্য দেবে গ্যালাকটিকোরা। যেখানে অ্যাওয়ে গোলের কল্যানে কিছুটা হলেও এগিয়ে থাকবে রিয়াল মাদ্রিদ।
Leave a reply